রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

প্রশ্নফাঁস ভয়ঙ্কর দুর্নীতি

মুহম্মদ জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক

প্রশ্নফাঁস ভয়ঙ্কর দুর্নীতি

বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, পরীক্ষার প্রশ্নফাঁস এক ভয়ঙ্কর দুর্নীতি। ছাত্রছাত্রীদের এই দুর্নীতি যাতে স্পর্শ না করে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুদক আয়োজিত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের শেষ দিনে বক্তব্য দানকালে এসব কথা বলেন তিনি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক আরও বলেন, আমাদের সম্পদ হলো আগামী প্রজন্ম। এরাই হবে আমাদের ভবিষ্যৎ জনসম্পদ, কিন্তু প্রশ্নফাঁসের পরীক্ষা তাদের জন আপদে পরিণত করতে পারে। আমরা সবাই যদি দুর্নীতির বিরুদ্ধে জাগি, তা হলে জাতি অবশ্যই দুর্নীতিমুক্ত হবে। যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই দেশে ভবিষ্যতে অবশ্যই কোনো দুর্নীতি থাকবে না। বর্তমান দুর্নীতি দমন কমিশন অপরাধীদের ধরে যেমন জেলখানায় ঢুকাচ্ছে, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম যাতে অপরাধে জড়িয়ে না পড়ে সে বিষয়েও কাজ করছে। পৃথিবীর অনেক দেশেই জেলখানা তুলে  দেওয়া হচ্ছে। কারণ অপরাধী পাওয়া যাচ্ছে না। আমাদের  দেশেও একদিন জেলখানা থাকবে না। কেউ অপরাধ করবে না।

সর্বশেষ খবর