সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সমতা ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনে বিশ্ব নেতারা বলেছেন, সমতা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন সম্ভব নয়। আর সে কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করতে হবে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের  দ্বিতীয় দিনে সাধারণ বিতর্ক পর্বে এমন অভিমত তুলে ধরেন বিশ্ব নেতারা।

বেলা ১১টায় ‘হল অব ফেম’ এ শুরু হয় আইপিইউর সাধারণ আলোচনা। এতে পূর্বনির্ধারিত বিষয়- বৈষম্য দূরীকরণ নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন আইপিইউর সদস্যভুক্ত শতাধিক দেশের এমপি, স্পিকার, ডেপুটি স্পিকার ও অন্য সহযোগী সংস্থার প্রতিনিধিরা। আলোচনায় সভাপতিত্ব করেন আইপিইউর বর্তমান প্রেসিডেন্ট ও বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এ সময় আইপিইউর মহাসচিব মার্টিন চুঙগং বিশ্ব নেতাদের বিভিন্ন বক্তব্যের ওপর নিজের মন্তব্য তুলে ধরেন। বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন। তিনি বলেন, আমাদের এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সমতা রক্ষার বিষয়টি অতটা গুরুত্ব পায়নি। সে কারণে এখনো সম্পদ ভাগাভাগি বা ধনী-দরিদ্রের মধ্যে অনেক ব্যবধান থেকে গেছে। আর তাই আমি মনে করি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে এই সমতা রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। তাহলেই বিশ্বব্যাপী  ধনী-দরিদ্রের ব্যবধান কমবে এবং আমরা এসডিজি অর্জনে সফল হব। সাধারণ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবেলজয়ী ভারতীয় অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী। এ সময় ঢাকায় আইপিইউর এই অর্জন নিয়ে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিকে আলোচনার দ্বিতীয় পর্বে সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঞ্চালনায় বিভিন্ন দেশের এমপিরা নিজ দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ সমস্যার ওপর নিজেদের অভিমত রেজুলেশন বা প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে মেক্সিকো, বেলজিয়াম এবং আর্জেন্টিনার আলাদা তিনটি প্রস্তাব গৃহীত হয় এবং তার ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রস্তাবগুলোর মধ্যে ছিল কঠোর অভিবাসন নীতি ও মানবাধিকার ঝুঁকি, দারিদ্র্যপীড়িত মানুষের মুক্তি ও ভেনেজুয়েলা পরিস্থিতি। পরে বিকাল ৫টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কোনো প্রস্তাব এখনো চূড়ান্তভাবে গৃহীত না হলেও সম্মেলনের শেষ দিনে তা হবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর