মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মেয়রদের বরখাস্তের বিষয়ে প্রধানমন্ত্রী জানেন না : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন এবং হবিগঞ্জ পৌরসভার মেয়রদের বরখাস্ত করার বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ সিদ্ধান্ত নিশ্চয় স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে। এর পেছনে যুক্তি কী, কারণ কী, স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু জানি, এ ধরনের মেজর পলিসি ডিসিশন মাননীয় প্রধানমন্ত্রী জানেন না।’ গতকাল দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় মাতুয়াইল-নিউটাউন-কোনাপাড়ায় নবনির্মিত সড়কের উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা এবং সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তারা। সাড়ে তিন কিলোমিটার এই সড়কটি সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে আরসিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হয়েছে। উদ্বোধন শেষে মন্ত্রী ওবায়দুল কাদের কোনাবাড়ী এলাকায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মোর্শেদ অরুণ, মুকুল মৃধা, আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ডেমরা আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী ও এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে ডেমরার কোনাপাড়া শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিদ্যালয়টির হাজারো শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন কিছু সময় অতিবাহিত করেন মন্ত্রী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এমন সুন্দর আনন্দঘন পরিবেশ আমি আগে দেখিনি। তোমরা শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আগামী দিনে অগ্রণী ভূমিকা রাখবে।’

সর্বশেষ খবর