মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

গার্ডা ভারবার্গ

পুষ্টিসহ নানা খাতে বাংলাদেশের অগ্রগতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব গার্ডা ভারবার্গ। তবে এ অগ্রগতিকে টেকসই করতে হলে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে স্বাস্থ্য খাতসহ দেশের সামষ্টিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। ভারবার্গ বলেন, বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আশা করছি, এমডিজির মতো এসডিজির সব সূচক সফলতার সঙ্গে অর্জন করবে দেশটি। খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য খাতেও বাংলাদেশ ভালো করছে। তবে একটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সেটি হলো পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক সব বিভাগের মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে। বাংলাদেশের বর্তমান অর্জন সত্যিই প্রশংসার দাবিদার। পরিকল্পনামন্ত্রী সাক্ষাৎকালে দেশের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, অন্যান্য খাতের মতো স্বাস্থ্য খাতেও অভাবনীয় সফলতা অর্জন করতে বাংলাদেশ সক্ষম হয়েছে। তিনি বলেন, দেশে শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে। আমাদের ছেলেমেয়েরা মুটিয়ে যাচ্ছে না। সব বিষয়ে আমরা ইতিবাচক ভূমিকা রাখছি। আমরা জাতিসংঘের প্রত্যাশা পূরণ করতে পেরেছি। পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমার বিশ্বাস যেভাবে এমডিজির লক্ষ্য অর্জন করেছি একইভাবে এসডিজির সব লক্ষ্য অর্জনে সক্ষম হব।

সর্বশেষ খবর