মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শ্রীলঙ্কার সঙ্গে আজ টি-২০ লড়াই

ক্রীড়া প্রতিবেদক

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম ওয়ানডে ক্রিকেটে লঙ্কানদের জন্য একটা দুর্গই বলা চলে। এখানে একদিনের ক্রিকেটে তারা ৬৫টা ম্যাচ জিতেছে। তবে টি-২০তে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ১১ ম্যাচ খেলে মাত্র জিতেছে একটা! জয়ের এই পরিসংখ্যান মাশরাফিদের কিছুটা স্বস্তি দিতে পারে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র। তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ১-১ ব্যবধানে ড্র। শ্রীলঙ্কার মাটিতে এই অর্জন বাংলাদেশের ক্রিকেটকে মর্যাদার দিক থেকে আরও উন্নত করেছে। তবে সিরিজ জয়ের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের ক্রিকেটভক্তরা। প্রেমাদাসা স্টেডিয়ামে সেই আশা পূরণ করতে পারবেন মাশরাফিরা! শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি টি-২০ ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। অবশ্য সুখের বিষয় হলো, শেষ ম্যাচটাতেই জিতেছে টাইগাররা। গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় ২৩ রানে লঙ্কানদের হারিয়েছিলেন মাশরাফিরা। সেবার ব্যাট হাতে আগুন ঝরিয়েছিলেন সাব্বির রহমান। ৮০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কলম্বোর প্রেমাদাসায় কী অপেক্ষা করছে! আবহাওয়া কিছুটা মেঘলাই থাকবে। ওয়েদার রিপোর্ট বলছে, বৃষ্টিও হতে পারে। সেক্ষেত্রে যে কোনো একটা ম্যাচই সিরিজের ভাগ্য নির্ধারণ করতে পারে। প্রেমাদাসার উইকেট এমনিতে ব্যাটিং বান্ধবই। ১৪০/৫০ রান বলতে গেলে নিয়মিতই হয়। তবে বোলাররাও এখানে নিয়মিত সফল হয়েছেন অতীতে। এখানে যেমন ওয়েস্ট ইন্ডিজের ২০৫ করার রেকর্ড আছে। তেমনি ইংল্যান্ডের মতো দলের ৮০ রানে অলরাউট হওয়ার রেকর্ডও আছে। এ কারণে টি-২০ ক্রিকেটের জন্য প্রেমাদাসার উইকেট কিছুটা বৈচিত্র্যময়ই বলতে হবে। আজ মাশরাফিদের জন্য কী অপেক্ষা করছে কে জানে! তবে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে যেতে বদ্ধ পরিকর টাইগাররা। অন্তত একটা সিরিজ জিতেই দেশে ফিরতে চান মাশরাফিরা। ভক্তরাও অধীর আগ্রহে এমন এক জয়ের অপেক্ষায় আছেন। সবার এ আশা পূরণ হবে কি কলম্বোর প্রেমাদাসায়! সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

সর্বশেষ খবর