বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ভালো নেই ফেরদৌস কোরেশী

নিজস্ব প্রতিবেদক

ভালো নেই ফেরদৌস কোরেশী

ষাটের দশকের অবিভক্ত ছাত্রলীগের সভাপতি, রাজনীতিবিদ ড. ফেরদৌস আহমদ কোরেশী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় শয্যাশায়ী। আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তিনি। রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় বিছানায় সময় কাটছে তার। তার শরীরের ডান দিক অসাড় হয়ে গেছে। তবে হাত-পা সামান্য নাড়াতে পারছেন। চিকিৎসকরা প্রতিদিন দুই বেলা থেরাপি দিতে বললেও আর্থিক সংকটে একবার করে থেরাপি দেওয়া হচ্ছে। নিয়মিত চেকআপও করার সংগতি নেই তার। তার চিকিৎসার জন্য আর্থিক সীমাবদ্ধতার কথাও জানান সমধর্মিণী নিলুফার পান্না কোরেশী। এদিকে ফেরদৌস কোরেশীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জাতীয় পত্রিকার ১৬ জন সম্পাদক। বিবৃতিতে তারা বলেন, ‘ফেরদৌস আহমদ কোরেশীর মতো মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও উদার গণতন্ত্রের প্রবক্তা জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। এই কঠিন রোগের ব্যয়বহুল চিকিৎসা চালাতে তার পরিবার হিমশিম খাচ্ছে। তার সুচিকিৎসার জন্য জরুরি সহযোগিতা প্রয়োজন। উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের নীতিনির্ধারকদের প্রতি আবেদন জানাচ্ছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর