শিরোনাম
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সুখবর নেই তিস্তায়

সম্পর্ক শুধু তিস্তায় সীমাবদ্ধ নয় : ভারতীয় কর্মকর্তা

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন নয়াদিল্লি সফর দুই দেশের সম্পর্ককে আরও নতুন মাত্রা দেবে বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ও মিয়ানমারবিষয়ক অনুবিভাগের প্রধান শ্রীপ্রিয়া রঙ্গনাথান গতকাল নয়াদিল্লিতে তার দফতরে বলেন, বহুল আলোচিত তিস্তা চুক্তি নিয়ে তেমন কোনো সুখবর নেই। তাই বলে সফরের ফলাফলে হতাশার কিছুই নেই বলে মন্তব্য করেন শ্রীপ্রিয়া রঙ্গনাথান। ভারত সরকারের আমন্ত্রণে নয়াদিল্লি যাওয়া বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শ্রীপ্রিয়া রঙ্গনাথান বলেন, শেখ হাসিনার সফর কোনো সাধারণ সফর নয়। এখানে শেষ মুহূর্তেও অনেক কিছু হতে পারে। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শুধু তিস্তায় সীমাবদ্ধ নয়। এ সম্পর্ক বিস্তৃত। সবাই জানে যে, অভ্যন্তরীণ একটি সমস্যায় এই চুক্তি আটকে আছে। নিরাপত্তা সমঝোতা স্মারক বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আসলে কী স্বাক্ষর হতে যাচ্ছে সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর