বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মাশরাফির বিদায়ী ম্যাচে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ

মেজবাহ্-উল-হক

মাশরাফির বিদায়ী ম্যাচে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ

আগের ম্যাচেই আচমকা ঘোষণা দিয়েছেন মাশরাফি, এই সিরিজই তার টি-২০ ক্যারিয়ারে শেষ সিরিজ। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকের ম্যাচটি তার শেষ ম্যাচ। হঠাৎ দলপতির অবসরের ঘোষণায় ক্রিকেটাররা স্তব্ধ হয়ে গেলেও আজকের ম্যাচে তারা জয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। শ্রীলঙ্কাকে হারিয়েই মাশরাফিকে বিদায়ী উপহার দিতে চান সতীর্থরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজ জিতে সিরিজে সমতা আনতে বদ্ধপরিকর টাইগাররা। তবে সিরিজে সমতা আনার চেয়েও এই ম্যাচটি টাইগারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মাশরাফির শেষ টি-২০ বলে। কলম্বোতে সংবাদ সম্মেলনে দলের তরুণ সদস্য মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, ‘এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। আমি ব্যক্তিগতভাবে বলব, আমরা এই টি-২০ ম্যাচটি খেলব শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইব, ম্যাচটি জিতে তাকে বিদায়ী উপহার দিতে।’ হঠাৎ মাশরাফির অবসরের ঘোষণায় পুরো দল যেন আবেগপ্রবণ হয়ে পড়েছে। কলম্বোতে গতকাল সংবাদ সম্মেলনে মোসাদ্দেক বলেছেন, ‘আমরা কেউই মাশরাফি ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারছিলাম না। তিনি বড় ভাই, অভিভাবক। তার কাছে অনেক কিছু শিখেছি, শিখছি। তাকে আমরা খুব মিস করব। টিম মিটিংয়ে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কারও মুখে কোনো কথা ছিল না। সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’

মাশরাফির বিদায়ের শোককে শক্তিতে পরিণত করেই আজ মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনা। পাশাপাশি জয়টা টাইগার ক্যাপ্টেনকে উৎসর্গ করতে চান ক্রিকেটাররা।

সর্বশেষ খবর