শিরোনাম
শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মাশরাফিকে জয় উপহার দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফিকে জয় উপহার দিল বাংলাদেশ

শ্রীলঙ্কায় গিয়ে দুর্দান্ত সিরিজ। টেস্ট ওয়ানডের পর টি-২০ সিরিজও ড্র। গতকাল শেষ ম্যাচে জয় দিয়েই টি-২০কে বিদায় জানালেন মাশরাফি

মাশরাফির বিদায় ঘোষণা থেকেই করুণ সুর যেন বেজে যাচ্ছিল বাংলাদেশ শিবিরে। প্রিয় নেতা, প্রিয় বন্ধুর বিদায়ের ঘোষণায় এতটাই শোকাতুর হয়ে পড়েছিলেন ক্রিকেটাররা, দেখে মনে হচ্ছিল যেন প্রিয়জন হারিয়েছেন! প্রথম টি-২০ ম্যাচে সেই ছাপ পড়েছিল। তবে গতকালের ম্যাচে পুরোপুরি ‘ইউটার্ন’। প্রিয় ক্রিকেটারের বিদায়ের শোককে (!) শক্তিতে পরিণত  করে দুই ম্যাচ টি-২০-এর দ্বিতীয়টি জিতে নেয় ৪৫ রানে। প্রিয় মাশরাফিকে বিদায় জানান সাকিব, মুশফিক, মোসাদ্দেক, মুস্তাফিজরা জয় উপহার দিয়ে। বিদায়ী ম্যাচে এর চেয়ে ভালো উপহার কী হতে পারে। তাই তো ম্যাচ শেষে আনন্দ অশ্রু ঝরেছে টাইগার অধিনায়কের চোখে। মাশরাফির বিদায়ী ম্যাচের জয়ে শ্রীলঙ্কা সফর ভালোভাবেই শেষ হলো বাংলাদেশের। টেস্ট, ওয়ানডের সঙ্গে টি-২০ সিরিজেও ড্র করলেন টাইগাররা ১-১ ব্যবধানে। টস ভাগ্য ভালো নয় মাশরাফির। কিন্তু গতকাল টি-২০ ক্যারিয়ারের শেষ ম্যাচে টস জেতে এবং কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ব্যাট করে ২০ ওভারে ১৭৬ রান করে ৯ উইকেটে। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে সর্বোচ্চ স্কোর ৭ উইকেটে ১৮১, ২০১৩ সালে পাল্লেকেলেতে করেছিলেন টাইগাররা। গতকাল সিরিজে সমতা ফেরানো ম্যাচে খেলতে নামেন ইমরুল কায়েশ। ইনজুরির জন্য সাজঘরে বসে থাকা তামিম ইকবালের জায়গায় খেলতে নেমে বেশ আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল ৬.৩ ওভারে ৭১ রান সংগ্রহ করেন। সৌম্য মাত্র ১৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ২০০ স্ট্রাইক রেটে ৩৪ রান করেন। ইমরুল ৩৬ রান করেন ২৫ বলে ৪ চার ও ১ ছক্কায়। শেষ দিকে ৩১ বলে ৩৮ রান করেন সাকিব। মাশরাফি ব্যাট করলেও হ্যাটট্রিকম্যান মালিঙ্গার দ্বিতীয় শিকারে পরিণত হন। মালিঙ্গা ইনিংসের ১৯ নম্বর ওভারের তৃতীয় বলে মুশফিক, চতুর্থ বলে মাশরাফি ও পঞ্চম বলে অভিষিক্ত মেহেদী মিরাজকে আউট করে হ্যাটট্রিক করেন। টার্গেট ১৭৭। সেই টার্গেটে খেলতে নেমে সাকিব, মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে স্বাগতিক শ্রীলঙ্কা। সফরে প্রথমবারের মতো বোলিংয়ে ওপেন করতে নেমে স্বাগতিক দলের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন। অবশ্য কম যাননি মুস্তাফিজও। দুজনের বিধ্বংসী বোলিংয়ের মুখে একমাত্র কাপুগেদারা লড়াই করেছেন ব্যাট হাতে। খেলেছেন ৫০ রানের ইনিংস। বিশেষ করে মাশরাফির বিদায়ী ম্যাচে সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্স ছাড়াও মুস্তাফিজের দুরন্ত বোলিং ছিল সহায়ক। অসাধারণ বোলিং করে স্বাগতিক দলের ইনিংস গুটিয়ে দিয়েছেন ১৩১ রানে। মুস্তাফিজ ২১ রানের খরচে উইকেট নিয়েছেন ৪টি। মাশরাফি টি-২০ ক্যারিয়ারের শেষ ম্যাচে বোলিং করে ৪ ওভারের স্পেলে ৩০ রানের খরচে নেন ১ উইকেট। সাকিব ৪ ওভারে ৩ উইকেট নেন ২৪ রানে।

সর্বশেষ খবর