শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জঙ্গি কর্মে আওয়ামী লীগ, র‌্যাব বিলুপ্ত করুন : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-কে ‘অন্ধকারের মৃত্যুপরোয়ানা’ নিয়ে ঘুরে বেড়ানোর সংগঠনে পরিণত করেছে এই সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবকে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছেন তিনি। র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সুইডিশ রেডিওতে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশের পর গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব বিলোপের এ দাবি জানান রিজভী আহমেদ। দেশে জঙ্গিবাদের জন্য আওয়ামী লীগকে দায়ী করে রিজভী আহমেদ বলেন, এই জঙ্গিদের সঙ্গে শাসক দলের সংশ্লিষ্টতা হতবাক করেছে। যখনই জঙ্গিবাদের বড় ধরনের নারকীয় ঘটনা ঘটছে, সেখানেই প্রধান হোতা শাসক দলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকছেন। তিনি শায়খ আবদুর রহমান থেকে শুরু করে গুলশানের হলি আর্টিজান থেকে সর্বশেষ ময়মনসিংহে ধৃত জঙ্গি পর্যন্ত সবাই হয় আওয়ামী লীগ- ছাত্রলীগের সঙ্গে জড়িত অথবা তাদের আত্মীয়স্বজন বলে উল্লেখ করেন রিজভী। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, সুইডিশ রেডিওর প্রতিবেদনে র‌্যাবের গুপ্তহত্যার লোমহর্ষক বর্ণনা ফাঁস হয়ে যাওয়ায় এদের কর্মকাণ্ডের বীভৎসরূপ এখন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মানুষের বিবেককে প্রবলভাবে নাড়া দিয়েছে। বিরোধী দল দমনে র‌্যাবের অমানবিক নৃশংসতার ঘটনা আজ মানুষের মুখে মুখে। তিনি বলেন, র‌্যাবের মতো একটি বাহিনী ব্যবহার করেই প্রধানমন্ত্রী বিরোধী দলকে দমন করেন এবং জনগণকে চোখ রাঙিয়ে কথা বলেন। র‌্যাবকে বিরোধী দল দমনে ব্যবহারের অভিযোগ করে বিএনপি নেতা এম ইলিয়াস আলী, সাবেক এমপি সাইফুল ইসলাম হীরু, হুমায়ুন কবীর পারভেজ, চৌধুরী আলম গুম হওয়ার জন্য এই বাহিনীকে দায়ী করেন রিজভী।

সর্বশেষ খবর