শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
আলোচনার কেন্দ্রে মাশরাফি

রোমাঞ্চকর সফর শেষে দেশে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

রোমাঞ্চকর সফর শেষে দেশে টাইগাররা

শাহজালাল বিমানবন্দরে গতকাল মাশরাফি বিন মর্তুজা —বাংলাদেশ প্রতিদিন

শততম টেস্টে জয়, টি-২০ থেকে মাশরাফির অবসর এবং তিন সিরিজেই ১-১ সমতা— ঘটনাবহুল রোমাঞ্চকর এক সফর শেষ করে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ক্রিকেটারদের ফুলেল অভ্যর্থনা জানিয়েছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কা সফরটি সেরা সফর। এই প্রথম শক্তিশালী কোনো দলের বিরুদ্ধে বিদেশের মাটিতে তিন ফরম্যাটের সিরিজের দাপটের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে বাজেভাবে হেরে যাওয়ার পরও দ্বিতীয়টি দারুণভাবে জিতেছে টাইগাররা। ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির  কারণে পরিত্যক্ত এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ায় সিরিজে সমতা। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয়ে সমতা এনেছে বাংলাদেশ। টি-২০তে টানা আট ম্যাচ হারার পর জয় পেয়েছে টাইগাররা। তবে অধিনায়ক মাশরাফি মতুর্জা টি-২০ থেকে হঠাৎ করে অবসর নেওয়ায় টাইগারদের সাফল্যের হাসিটা ফ্যাকাসে হয়ে যায়! গতকাল বিমানবন্দরেও তাই সাফল্যের গল্পের চেয়ে নড়াইল এক্সপ্রেসের বিদায় নিয়েই বেশি আলোচনা হলো। মাশরাফির হাতে ফুল দেখে প্রশ্ন ওঠে ‘এটা মাশরাফির বিদায়ী সংবর্ধনা?’ দলের সঙ্গে থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘জানি না ফুল কিসের জন্য! শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে আমরা সিরিজ হেরে আসিনি। হয়তো সে কারণেই ফুল দেওয়া হচ্ছে। আর আমাদের দুই অধিনায়কও এখানে আছে।’ দেশে ফিরে বিমানবন্দরে কথা বলেছেন দুই অধিনায়ক মাশরাফি ও মুশফিক। টি-২০ থেকে অবসর নেওয়ায় নড়াইল এক্সপ্রেসের পরিকল্পনায় এখন শুধুই ওয়ানডে ক্রিকেট। মাশরাফি বলেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজটা ২-০তে জিততে পারলে ভালো লাগত। যে ভুল হয়েছে তা আয়ারল্যান্ডে (ত্রি-দেশীয় সিরিজ) ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধরে নেওয়ার চেষ্টা করব। যদিও ওখানে ভিন্ন কন্ডিশনে খেলা হবে, পরিকল্পনা করেই মাঠে নামতে হবে।’ শততম টেস্টে জয় পাওয়ায় দারুণ খুশি টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় প্রথম টেস্টে খারাপ করলেও পরের ম্যাচেই আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। এটা অবিশ্বাস্য। চাপে থেকেও দল আগে কখনো এত ভালো খেলেছে কিনা আমার জানা নেই। তবে এটা বিরাট অর্জন।’

সর্বশেষ খবর