শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

উপহার ইলিশ মিষ্টি শাড়ি পাঞ্জাবি

কূটনৈতিক ও নিজস্ব প্রতিবেদক, নয়াদিল্লি

চার দিনের ভারত সফরের শুরুর দিনেই চমকিত ও অভিভূত হয়েছেন বলে নিজেই জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে হঠাৎ উপস্থিত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাগত জানানোর ঘটনায় তার এ ধরনের অনুভূতি হয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য উপহার হিসেবে এনেছেন কমপক্ষে ৩০ কেজি ইলিশ। রাষ্ট্রপতির জন্য শুধু ইলিশ নয়, ধুতি ও পাঞ্জাবিও নিয়ে এসেছেন। প্রণবকন্যা শর্মিষ্ঠার জন্য নিয়ে গেছেন রাজশাহী সিল্কের শাড়ি। সঙ্গে আছে নানান পদের মিষ্টি। শুধু প্রণব মুখার্জি ও তার পরিবারের জন্য নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার পরিবার, বিরোধীদলীয় নেত্রী সোনিয়া গান্ধী ও তার পরিবারের জন্যও বিশেষ বিশেষ উপহার এনেছেন। তবে এসব বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি নন বাংলাদেশের কর্মকর্তারা। এক কর্মকর্তার বক্তব্য, উপহারের কথা ঢালাওভাবে প্রচার অতিথির জন্য শুভকর মনে করছি না।

সর্বশেষ খবর