শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দেশ চালাবে আওয়ামী লীগ ও জাপা

ভোলা প্রতিনিধি

দেশ চালাবে আওয়ামী লীগ ও জাপা

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। গতকাল দুপুর ১২টার দিকে ভোলার বাংলা স্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এরশাদ বলেন, ‘আমরা দুই দলই দেশটা পরিচালনা করব। মাঝে আরেকটি সরকার ছিল, সে সরকারের কথা আপনারা জানেন। তারা মানুষকে নিগৃহীত করেছে, নির্যাতন করেছে, পুড়িয়ে মেরেছে। ওই সরকার আমাদের প্রয়োজন নেই, আমরা চাই সেই সরকার, যে সরকার মানুষের পাশে দাঁড়িয়ে দেশের উন্নতি করবে। শেখ হাসিনার সরকার অনেক উন্নয়ন করেছে, জাতীয় পার্টিও ব্যাপক উন্নয়ন করেছিল।’ জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘২০০৬ সালে শেখ হাসিনার সঙ্গে জোট গঠন করেছিলাম। এক মুখে নৌকায় ভোট চেয়েছি, আবার সেই মুখে লাঙ্গলে ভোট চেয়েছি।’ এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কী পেয়েছি তার হিসাব আজ করব না। হয় তো পাওয়ার অনেক কিছু ছিল, হয় তো বঞ্চিত হয়েছি। আগামী দিনে আর নৌকার জন্য বলব না। আগামী দিনে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি এ দেশ পরিচালনা করবে। এ ছাড়া আর কাউকে দেখতে চাই না।’ এরশাদ বলেন, ‘আগামী দিনে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও ক্ষমতায় আনার জন্য আমরা জোট করতে চাই। আলাদা জোট। প্রায় ৩০টি রাজনৈতিক দলসহ কয়েকটি ইসলামী দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সরকারি দল আমার দলকে শক্তিশালী করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। আমরাও জাতীয় পার্টিকে শক্তিশালী করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরশাদ বলেন, আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল, আমরাও শক্তি সঞ্চয় করতে চাই। জোট করে দলকে শক্তিশালী করে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে চাই। আমরা শক্তি সঞ্চয় করতে পারলে আওয়ামী লীগের সাহায্য দরকার হবে না।’ জাতীয় পার্টিকে শক্তিশালী করার অর্থ এই নয় যে, আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, যে সরকার জনগণের পাশে দাঁড়িয়ে উন্নতি করবে সেই সরকার চাই। শেখ হাসিনার সরকার অনেক উন্নতি করেছে। উন্নয়নের রাজনীতিতে আমরা আওয়ামী লীগের সঙ্গে একমত। আমাদের ভিন্ন মতাদর্শ থাকলেও দেশের উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। ভোলা জাতীয় পার্টির আহ্বায়ক কেফায়েত উল্লাহ নজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, মশিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু প্রমুখ।

সর্বশেষ খবর