রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
কাঁদলেন শেখ হাসিনা

হিন্দিতে বঙ্গবন্ধুর আত্মজীবনী

নিজস্ব প্রতিবেদক, নয়াদিল্লি থেকে

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন উদ্বোধন করলেন দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। গতকাল শেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিনে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই গ্রন্থটির হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনূদিত বইটি শেখ হাসিনার সফরে ভারত সরকারের পক্ষ থেকে একটি উপহার বলে মন্তব্য করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়েই বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে উঠে আসে ১৯৭১ সাল, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকাণ্ড। আর সেসব অতীতের কথা শুনে আসনে বসেই চোখের জল মুছলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭১ সালে নিহত ১,৬৬১ জন ভারতীয় সৈন্যকে সম্মাননা প্রদান করেন শেখ হাসিনা। সম্মাননা প্রদান শেষে নরেন্দ্র মোদির বক্তব্যের সময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। ভাষণে মোদি বলেন, বঙ্গবন্ধুর পরিবারের ১৬ সদস্যকে মেরে ফেলল। কোনোরকমে দুটি মেয়ে বেঁচে গেল। তারই একটি মেয়ে এখন তার স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে চলেছেন। কতটা দৃঢ়ভাবে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। দেশকে আর্থিকভাবে আরও বেশি বিকশিত করতে চান তিনি। দেশের সব মানুষকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। যেভাবে তিনি এত কঠিন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করেছেন, দেশকে রক্ষা করেছেন তা আসলেই প্রশংসার যোগ্য। ’৭১ সালের কথা টেনে নরেন্দ্র মোদি বলেন, ১৯৭১ সালের পর বঙ্গবন্ধুই বাংলাদেশকে অশান্তি ও অস্থির পরিস্থিতি থেকে তুলে নিয়ে আসেন। বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন সত্যি করার পথ দেখান। ‘জয় হিন্দ, জয় বাংলা’ বলে নিজের বক্তব্য শেষ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সর্বশেষ খবর