মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মুফতি হান্নানের ফাঁসির চিঠি কারাগারে

নিজস্ব প্রতিবেদক

ভয়ঙ্কর জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। গতকাল সকাল সোয়া ১০টার দিকে চিঠিটি পৌঁছায়। জ্যেষ্ঠ জেল সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠি পেয়ে এই জঙ্গি নেতার ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত করা হয়েছে মঞ্চ। জল্লাদদের তালিকাও তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে ফাঁসির মহড়া সম্পন্ন হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর ফাঁসি কার্যকরে কার্যত আর কোনো বাধা নেই। এখন চূড়ান্ত আদেশের অপেক্ষায় রয়েছে জেল কর্তৃপক্ষ। কাশিমপুর কারাগারে আটক নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি)-এর এই নেতা তার প্রাণভিক্ষার আবেদন নাকচের বিষয়টি জানার পরও রয়েছেন স্বাভাবিক—খাবার খাচ্ছেন, কথা বলছেন কারারক্ষীদের সঙ্গে। কারা কর্তৃপক্ষ বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আদেশ পাওয়া মাত্র রায় কার্যকরে বিলম্ব করা হবে না। অপর একটি সূত্র বলেছে, আগামীকাল বুধবার বা পরদিন বৃহস্পতিবার ফাঁসির রায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ২৭ মার্চ মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে প্রাণভিক্ষা চান। প্রাণভিক্ষা চাওয়ার ওই আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি। আবেদনের ১২ দিনের মাথায় প্রাণভিক্ষার আরজি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. মিজানুর রহমান বলেন, প্রাণভিক্ষার আবেদন খারিজের কপি আমরা হাতে পেয়েছি। এখন আর ফাঁসি কার্যকরে কোনো বাধা রইল না। যে কোনো সময় ফাঁসি কার্যকর করা হবে। এদিকে কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, এর আগে মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের মৃত্যু পরোয়ানা এ কারাগারে এসে পৌঁছালে তদের তা পড়ে শোনানো হয়েছে।

সর্বশেষ খবর