মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক

ফের ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে সরকার : খালেদা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার ছলচাতুরীর নির্বাচন করে আবারও ৫ বছর ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। এ জন্য তারা চুক্তি করে এসেছে। কিন্তু বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। গতকাল রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক  কার্যালয়ে রাত পৌনে ১০টায় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে কমিটির সদস্যদের উদ্দেশ্যে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান প্রমুখ। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতার বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও এ বিষয়ে দলের পক্ষ থেকে অবস্থান চূড়ান্ত করার ব্যাপারেও আলোচনা হয়। এ ছাড়াও দল ও জোটের কার্যক্রমসহ দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা নিয়েও আলোচনা হয়।

আজ সংবাদ সম্মেলন : বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জানাতে আজ মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করবে বিএনপি। দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে জানান।

সর্বশেষ খবর