বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কাশিমপুর কারাগারে টুকু, মুক্তি দাবি দুলুর

নিজস্ব প্রতিবেদক

কাশিমপুর কারাগারে টুকু, মুক্তি দাবি দুলুর

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কাশিমপুর কারাগার-২ তে পাঠানো হয়েছে।  ২০১০ সালে সিরাজগঞ্জের মুলিবাড়ীতে ট্রেন পোড়ানো এক মামলায় আত্মসমর্পণ করলে জেলা জজ আদালত সোমবার তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সিরাজগঞ্জ কারাগার থেকে গতকাল তাকে কাশিমপুর কারাগারে নিয়ে আসা হয়। এক বিবৃতিতে টুকুর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে গতকাল রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে দায়ের হওয়া মামলায় টুকুকে আজ জেলে যেতে হয়েছে। তার অপরাধ, তিনি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। শুধু ইকবাল হাসান মাহমুদ টুকুই নন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সর্বস্তরের নেতা-কর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। আমাদের অসংখ্য নেতা-কর্মী এখনো জেলের ঘানি টানছে। অবিলম্বে টুকুসহ জেলে থাকা সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। বিএনপি চেয়ারপারসনসহ সব নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

 

সর্বশেষ খবর