বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাল্যবিয়ে নিয়ে আলোচনা নিরর্থক

নিজস্ব প্রতিবেদক

বাল্যবিয়ে নিয়ে আলোচনা নিরর্থক

বাল্যবিয়ে বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এটা নিয়ে যে আলাপ-আলোচনা হচ্ছে তা খুবই নিরর্থক।’ নিরোধ আইনের বিশেষ বিধানকে ‘শৈথিল্য নয়’, বরং জরুরি পরিস্থিতি বিবেচনায় একটা ‘বিকল্প’ রাখা হয়েছে। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘যে আইনটা করা হয়েছে, তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে ১৮ বছরের কম বয়সী মেয়ের এবং ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে দেওয়া যাবে না। কিন্তু জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য একটা বিকল্প দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে, আমরা ১৮ ও ২১ বছরের যে আইন বা বিধান তা শিথিল করেছি। বিকল্প বিধানে অভিভাবক ও আদালত দুইয়ের সম্মতির পর বিয়ে দেওয়া যাবে। আমার মনে হয়, এ নিয়ে যে আলাপ-আলোচনা হচ্ছে তা খুবই নিরর্থক।’

‘বিশেষ প্রেক্ষাপটে’ আদালতের নির্দেশনা এবং মা-বাবার সম্মতিতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের সুযোগ রেখে ২৭ ফেব্রুয়ারি ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭’ জাতীয় সংসদে পাস হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি মূসা খালেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, ইনস্টিটিউটের কর্মকর্তা শেখ গোলাম মাহবুব বক্তব্য দেন।

সর্বশেষ খবর