বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

তেঁতুল হুজুররা আলেমদের প্রতিনিধি নন

নিজস্ব প্রতিবেদক

তেঁতুল হুজুররা আলেমদের প্রতিনিধি নন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিরা যেমন ইসলামের প্রতিনিধিত্ব করে না, তেঁতুল হুজুররাও তেমন আলেম-ওলামাদের প্রতিনিধিত্ব করেন না। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যেমন জঙ্গি নির্মূল করতে হবে, তেমনি তেঁতুল হুজুর, রাজাকার, জামায়াতিদের সর্বতোভাবে বর্জন করতে হবে। গত রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, তেঁতুল হুজুররা অসাম্প্রদায়িক বাংলাদেশবিরোধী চক্র। তারা পাকিস্তানের দালাল। তারা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। জামায়াত-জঙ্গি যেমন ইসলামের প্রতিনিধিত্ব করে না, তেমনি তেঁতুল হুজুররাও সব আলেম সমাজের প্রতিনিধি নন। এসব দুষ্টচক্রকে নির্মূল করতে হবে। এর আগে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আখতার এক যৌথ বিবৃতিতে বলেছেন, তেঁতুল হুজুর গোষ্ঠী তালেবান, আইএস, আল-কায়েদার বাংলাদেশি সংস্করণ। তেঁতুল হুজুর গোষ্ঠীর রাজনৈতিক অবস্থান শুধু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপনের বিরোধীই নয়, এই তেঁতুল হুজুর গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সব গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন, বাঙালি জাতির আত্মপরিচয়-সংস্কৃতি-ঐতিহ্য-ইতিহাস, জ্ঞান-বিজ্ঞান-যুক্তি-বুদ্ধি-শিক্ষা-দীক্ষা-মানবতা-মনুষ্যত্ব-সভ্যতা-প্রগতি-নারী অধিকারবিরোধী অন্ধকারের শক্তি।

নেতৃদ্বয় বলেন, তেঁতুল হুজুর গোষ্ঠীকে সামান্য ছাড় দেওয়া হলে তারা আবারও বাংলাদেশ রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তারা তেঁতুল হুজুর গোষ্ঠীর বিরুদ্ধে সব গণতান্ত্রিক প্রগতিশীল শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তি-মহল-গোষ্ঠী-দলকে সোচ্চার থাকার আহ্বান জানান।

সর্বশেষ খবর