শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাধা গণতান্ত্রিক অগ্রযাত্রাতেও

---------রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক

বাধা গণতান্ত্রিক অগ্রযাত্রাতেও

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে রাজনৈতিক আঁতাত অশনিসংকেত তো বটেই, বরং তা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে বাধা। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে রাজনৈতিক আঁতাতে অসাম্প্রদায়িক শক্তির পেছনে কোনো অশনিসংকেত বহন করে কিনা? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে রাশেদ খান মেনন বলেন, ‘একে আমি কেবল অশনিসংকেতই বলব না, সঙ্গে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে বাধা বলেও মনে করি।’

তিনি আরও বলেন, ‘এর আগেও আমরা দেখেছি বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হক যখন ছিলেন তখনো তিনি বিভিন্ন সময়ে পয়লা বৈশাখের বিরুদ্ধে কাজ করেছিলেন। সাম্প্রতিককালের ঘটনায় আমি মনে করি এটা অশনিসংকেত তো বটেই; এ ছাড়া দু-এক দিনের ঘটনায় সাম্প্রদায়িক চেতনার মানুষগুলো আরও আহ্লাদ, আরও বেশি প্রশ্রয় পেয়ে গেছে। এমনকি এখন তারা নারী নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলছে। যেটা প্রধানমন্ত্রীকে আক্রমণ করারও শামিল।’ সুতরাং এগুলো কখনই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে সহায়ক নয় বলে মনে করেন এই মন্ত্রী।

সর্বশেষ খবর