শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

গাজীপুরের মেয়রের বরখাস্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের মেয়রের বরখাস্ত স্থগিত

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। একই সঙ্গে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী আবু হানিফ ও মাসুদ রানা। মাসুদ রানা সাংবাদিকদের বলেন, আদালতের এ আদেশের ফলে মেয়র পদে ফিরতে মান্নানের ক্ষেত্রে আর কোনো বাধা নেই।  এর আগে মেয়র মান্নানকে ২০১৫ সালের ১৯ আগস্ট প্রথম দফায় বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই বরখাস্তের আদেশ ২০১৬ সালের ১১ এপ্রিল হাই কোর্ট স্থগিত করে। ১৩ এপ্রিল আপিল বিভাগেও হাইকোর্টের আদেশ বহাল থাকে। এরপর দায়িত্বে ফেরার আগেই ওই বছরের ১৫ এপ্রিল গ্রেফতার হন তিনি। ১৮ এপ্রিল তাকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৬ জানুয়ারি তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। পরে তিনি দ্বিতীয় দফায় বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে হাই কোর্টে আবেদন করেন।

সর্বশেষ খবর