রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে

বদরুদ্দোজা চৌধুরী

কওমি মাদ্রাসার দাওরা-এ হাদিসকে এমএর মান দেওয়া ও গ্রিক মূর্তির অপসারণে প্রধানমন্ত্রীর বক্তব্যের পিছনে সরকারের নির্বাচনমুখী তৎপরতা রয়েছে বলে মনে করছেন বিকল্প ধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি ডা. অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিবর্তন লক্ষণীয়, তিনি হেফাজতের দাবিগুলোকে মেনে নিলেন, দাওরাকে এমএর সমমান দিলেন, গ্রিক মূর্তির অপসারণ করার কথা বলেছেন। এগুলো নির্বাচনমুখী সমর্থন আদায়ের প্রচেষ্টা কি না রাজনৈতিক মহল এটা ভাবতে শুরু করেছে। তা হলে নির্বাচন কি অতি আসন্ন? বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর বিকল্পধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকালে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন উত্থাপন করেন। বি. চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারই সরকারের আমলে হাই কোর্ট প্রাঙ্গণে প্রতিষ্ঠিত গ্রিক নারী মূর্তির বিপক্ষে কথা বলেছেন। বলেছেন, ওই মূর্তি সরিয়ে ফেলাই ভালো। যেই হেফাজতের অনুষ্ঠান ব্যর্থ করতে এই সরকার রেল, বাস, লঞ্চ বন্ধ করে দিয়ে পায়ে হাঁটা লাখ লাখ তৃষ্ণার্তকে পানি খাওয়ানোর সমালোচনা করেছেন; আজকে তাদের দাবিগুলোকে মেনে নিলেন, দাওরাকে এমএর সমতুল্য করলেন ও গ্রিক মূর্তির অপসারণ করার কথা বলেছেন। এগুলো নির্বাচনমুখী সমর্থন আদায়ের প্রচেষ্টা কি না রাজনৈতিক মহল এটা ভাবতে শুরু করেছে? সভায় আরও বক্তব্য দেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, অ্যাডভোকেট শাহ আহাম্মেদ বাদল, মঞ্জুর রাশেদ, মাহফুজুর রহমান, জানে আলম হাওলাদার, ড. নোমান, আইনুল হক, মাওলানা মো. কবীর হোসেন, ভূদেব চক্রবর্তী প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ খবর