রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাব

নেত্রকোনা প্রতিনিধি

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাব

নিরপেক্ষ সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে যেতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে নেত্রকোনা শহরের  ছোট বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে দলীয়  নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়ী হব। বর্তমান সরকার এখন জনগণের সমর্থন হারিয়ে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’ পরে মির্জা ফখরুল সুনামগঞ্জের ধর্মপাশা, নেত্রকোনোর মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় সম্প্রতি পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষকদের অবস্থা পরিদর্শনে যান। সেখানে অন্তত ১২টি দুর্গত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাকে ‘দুর্গত এলাকা’ ঘোষণা এবং কৃষকদের সুদমুক্ত ঋণ সুবিধা দেওয়ার আহ্বান জানান। সন্ধ্যা পর্যন্ত দুর্গত এলাকা পরিদর্শন করে রাতেই ঢাকা ফিরে আসেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, ‘সরকার সারা দেশে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে।  নেত্রকোনার মতো সারা দেশে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরাও সরকারের জুলুম-নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। এ মুহূর্তে বিএনপির নেতা-কর্মীদের আরও ঐক্যবদ্ধ ও সুসংহত হতে হবে। দলকে আরও শক্তিশালী করতে হবে।’ জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হকের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সহসভাপতি আবদুল মান্নান তালুকদার, অ্যাডভোকেট আরিফা জেমসিন নাহিন, মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন খান প্রমুখ।

সর্বশেষ খবর