সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মুজিবনগর দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুর জেলার তৎকালীন বৈদ্যনাথতলার আমবাগান বা বর্তমান মুজিবনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা এদিন শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত হিসেবে প্রথম ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করা হয়। মুক্তিযোদ্ধারা গার্ড অব অনার প্রদান করেন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ভাষণ দেন। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। এর আগে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এবং এর ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা আজ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে— সূর্যোদয়ের পর মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল ঢাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর