সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
হলি আর্টিজানে জঙ্গি হামলা

তাহমিদ খালাস তথ্য গোপন মামলায়

আদালত প্রতিবেদক

তাহমিদ খালাস তথ্য গোপন মামলায়

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় পুলিশকে তদন্তে তথ্য না দেওয়ার মামলায় তাহমিদ হাসিব খানকে খালাস দিয়েছে আদালত। তাহমিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় গতকাল ঢাকা মহানগর হাকিম মাহমুদুল আহসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় এ মামলার একমাত্র আসামি তাহমিদ আদালতে উপস্থিত ছিলেন। তাহমিদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে গত বছরের অক্টোবরে ভাটারা থানায় মামলা (নন-প্রসিকিউশন মামলা) হয়। পরে ঘটনার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করলে গত ১০ জানুয়ারি এই মামলার বিচার শুরু হয়। মামলার নথি সূত্রে জানা গেছে, গত বছরের ১ জুলাই রাতে জঙ্গিরা হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে। তার আগে তাত্ক্ষণিক অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমার আঘাতে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা অভিযানে হামলাকারী পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। অভিযানের পরে ওই রেস্তোরাঁ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ ছিলেন। হলি আর্টিজানে হামলার ঘটনায় গত বছরের ৩ আগস্ট সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় তাহমিদকে গ্রেফতার করা হয়। গত ৩ অক্টোবর তাকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তথ্য গোপনের অভিযোগের মামলাটি চলে।

সর্বশেষ খবর