শিরোনাম
সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তেজনা

প্রতিদিন ডেস্ক

যে কোনো মুহূর্তে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে এটা সবারই জানা ছিল। অবশেষে চালানোও হয়েছে গতকাল। কিন্তু সেটি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের ভাষ্য, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উেক্ষপণের কয়েক সেকেন্ডের মধ্যে তা বিস্ফোরিত হয়। উত্তর কোরিয়ার এমন ব্যর্থতা এর আগে অনেক বার হয়েছে। কিন্তু এবারের পরীক্ষা ও ব্যর্থতা গোটা বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যখন কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ছে এবং উত্তর কোরিয়াকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিমানবাহী রণতরীর একটি বহরও ওই অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। অপরদিকে দিন কয়েক আগে সামরিক প্যারেডে উত্তর কোরিয়াও জবাব দিয়েছে, ‘পারমাণবিক হামলা চালাতেও তারা প্রস্তুত’। এ অবস্থায় উত্তর কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কী অর্থ বহন করে? সিউল থেকে বিবিসির সংবাদদাতা স্টিফেন ইভান্স বলেন, জাতিসংঘের সিদ্ধান্ত বা হুঁশিয়ারি উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো উত্তর কোরিয়ার জন্য নতুন কিছু নয়। যদিও তাদের সফলতার হার আগের চেয়ে বেড়েছে, তবে তা লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো যথেষ্ট সফল এখনো নয়। তিনি বলেন, এই ব্যর্থতার দ্বারা এটি আবারও বোঝা যাচ্ছে, পিয়ংইয়ংয়ের বিশাল সামরিক প্যারেড এবং সারি সারি ক্ষেপণাস্ত্রের অর্থ এই নয় যে, তাদের কাছে একটি কার্যকর পারমাণবিক অস্ত্রের বহর আছে। যদিও সদ্য ব্যর্থ হওয়া পরীক্ষায় ঠিক কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে সেটি এখনো জানা যায়নি। বিবিসি বাংলা

সর্বশেষ খবর