মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মুজিবনগরে ফার্মের মুরগি ঢুকেছে

ওবায়দুল কাদের

মেহেরপুর প্রতিনিধি

মুজিবনগরে ফার্মের মুরগি ঢুকেছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘এখানে, এই মুজিবনগরে কাউয়া ঢুকেছে বলব না। বলব ফার্মের মুরগি ঢুকে গেছে। ফার্মের মুরগি বিদায় করে এখানে দেশি মুরগি ঢোকাতে হবে।’ গতকাল মেহেরপুরের মুজিবনগরে মুজিবনগর দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে মঞ্চে অনেক নেতা-কর্মীকে দেখছি, যাদের চেহারার সঙ্গে বিলবোর্ডের চেহারার মিল নেই। এমন কাজ করবেন না, যাতে দলের ও দেশের ক্ষতি হবে। তেমন কাজ করলে দলের নেতা-কর্মী হলেও রক্ষা পাবেন না।’ ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ১৭ এপ্রিল যারা পালন করে না, তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, বিএনপি একটা ইস্যু মেকিং কারখানায় পরিণত হয়েছে। একেক সময় একেকটি ইস্যু তৈরি করে। এখনো ভারত জুজুর ভয় দেখায়। এ দেশের মানুষ তাদের এ জুজুতে ভয় পায় না। মুজিবনগর দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আবদুর রহমান এমপি, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন প্রমুখ।

এ ছাড়া খুলনা বিভাগের ১১ জেলার এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর