মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বৈশাখে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই এক হয়

নিজস্ব প্রতিবেদক

বৈশাখে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই এক হয়

বৈশাখে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই এক হয়পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত পয়লা বৈশাখে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই একসঙ্গে উৎসবে মেতে ওঠে। একই সঙ্গে তারা বর্ষবরণ অনুষ্ঠানে অসামপ্রদায়িকতা, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। প্রাণপ্রাচুর্যে ভরা বাঙালি বিভিন্ন আচার-অনুষ্ঠান ও পার্বণে আনন্দে মেতে ওঠে। পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।গতকাল রাজধানীর গুলশানে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন চত্বরে বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেদারল্যান্ডস, সুইডেন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রুনাই, মালয়েশিয়া, মালদ্বীপ, ব্রাজিল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি, লিবিয়া, সৌদি আরব, ফ্রান্স, রাশিয়া, চীন, মিসর ও সংযুুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে আইজিপি বলেন, এ বছর দেশব্যাপী শান্তিপূর্ণভাবে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পয়লা বৈশাখ উদ্যাপিত হয়েছে। রাজধানী ও এর বাইরে নববর্ষের সব অনুষ্ঠানে বিপুল জনসমাগম হয়েছে। এতে নানা শ্রেণি-পেশার মানুষ উৎসবে-আনন্দে মেতে উঠেছে।

অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, মো. মোখলেসুর রহমান, মো. মইনুর রহমান চৌধুরী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর