বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিনা বিচারে বন্দীদের ক্ষতিপূরণে আইন চান বিচারক

নিজস্ব প্রতিবেদক

বিনা বিচারে বন্দীদের ক্ষতিপূরণে আইন চান বিচারক

বিনা বিচারে বা বিচারে দীর্ঘসূত্রতার কারণে দীর্ঘদিন কারাগারে থাকা ব্যক্তিদের মুক্তির পর তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সুনির্দিষ্ট আইন থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। গতকাল সুপ্রিম কোর্ট কনফারেন্স কক্ষে লিগ্যাল এইড কমিটি আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, দীর্ঘদিন কারাগারে থাকা এসব মানুষ পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আইনি সহায়তায় তারা জামিনে মুক্তি পেলেও অর্থের  অভাবে কিছু করতে পারে না। এ ধরনের ব্যক্তিদের পুনর্বাসনে সুনির্দিষ্ট আইন প্রয়োজন। আশা করি সরকার এসব বিষয়ে দৃষ্টি দেবে। এক্ষেত্রে মিডিয়া বড় ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৫ সালের  সেপ্টেম্বরে অফিস উদ্বোধনের পর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ৫৫৫টি মামলায় আইনি সহায়তায় যুক্ত হয়ে ২৯৮টি মামলার নিষ্পত্তি করেছে। এ ছাড়া এক হাজার ২৩২ জন বিচারপ্রার্থীকে মৌখিক পরামর্শ দেওয়া হয়েছে। ৫ থেকে ১০ বছর পর্যন্ত মামলা নিষ্পত্তি না হয়ে কারাগারে আটক হাজতিদের তালিকা চেয়ে কারাগারে চিঠি পাঠায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। পরে আইজি প্রিজন্স কার্যালয় মোট ৪৬২ জনের নামের তালিকা দেয়। এ তালিকার মধ্যে ৫৮ জনের বিষয়ে আদালতের নজরে আনা হলে ১৮ জনকে জামিন দেয় আদালত। বাকি ৪০৪ জনের বিষয় নিয়ে কাজ চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার  জেনারেল ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, হাই কোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক আবিদা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শোনান সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব টাইটাস হিল্লোল  রেমা।

সর্বশেষ খবর