বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সিটিং সার্ভিস চলবে অভিযান স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সিটিং সার্ভিসের বিরুদ্ধে চলমান অভিযান আগামী ১৫ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা পরিবহন মালিকপক্ষ। তবে সিটিং সার্ভিসে চলা গাড়িগুলোকে সরকার নির্ধারিত ভাড়াই নিতে হবে। অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা যাবে না। এ ছাড়া সিটিং সার্ভিস ব্যতীত অন্য অভিযানগুলো অব্যাহত থাকবে যেমন— গাড়ির অ্যাঙ্গেল খোলানো, চালকের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে, ভুয়া লাইসেন্সের ক্ষেত্রে ও গাড়ির ফিটনেসে। কয়েক দিন ধরে রাজধানীর গণপরিবহনে নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে গতকাল বিকালে তেজগাঁওয়ে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে এসব জানান সংস্থাটির চেয়ারম্যান মশিয়ার রহমান ও ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

বৈঠকে আরও জানানো হয়, নগরবাসীর সমস্যার কথা চিন্তা করে যদি প্রয়োজন হয় তাহলে সিটিং সার্ভিসের জন্য আলাদা একটি আইনি কাঠামো তৈরি করা হবে। যার মাধ্যমে সিটিং সার্ভিস চলতে পারে। কিন্তু এর বাইরে চালানো যাবে না। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান ও ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নেওয়া হতো বলেই এ অভিযান চালানো হয়েছিল। যদিও এর জন্য সাধারণ নগরবাসীকে ভোগান্তি পোহাতে হয়েছে, আর এটা ভালোর জন্য করা হয়েছিল। তারা বলেন, শুধু সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযানের জন্য রাস্তায় গাড়ি নামেনি এটা সঠিক নয়। এর পেছনে আরও অনেক কারণ ছিল, এর মধ্যে ড্রাইভারের লাইসেন্স চেক, গাড়ির ফিটনেসের কাগজপত্র চেক ও রেজিস্ট্রেশনের কাগজপত্র দেখা ইত্যাদির জন্য গাড়ি রাস্তায় নামেনি। বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযান চলাকালে শুধু একটি কোম্পানি তাদের ১৭৫টি গাড়ি রাস্তায় নামায়নি। এ ছাড়া যারা গাড়ি চলাচল বন্ধ রেখেছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর