বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রাজনৈতিক উদ্দেশ্যে সাক্কুর বিরুদ্ধে পরোয়ানা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেছেন, ‘সাক্কুর বিরুদ্ধে এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাই কোর্ট  তাকে জামিন দিয়েছে। এর পরও কীভাবে গ্রেফতারি পরোয়ারা জারি হলো তা বোধগম্য নয়। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ সাক্কুর এই মামলা প্রত্যাহার করে মেয়র হিসেবে তার দায়িত্ব গ্রহণের আইনগত অধিকার প্রতিষ্ঠার দাবি জানান তিনি। এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গতকাল এক মানববন্ধনে বলেছেন, বাংলাদেশের মানুষ একটা বৃহৎ কারাগারের মধ্যে আটকা পড়ে গেছে। সেই কারাগার থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন আর দেরি না করে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা আদায়ে আমরা ঐক্যবদ্ধ হই।’ এ সময় তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘকে সম্পৃক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে মির্জা ফখরুল এ কথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে করা চুক্তিগুলো জনগণের সামনে প্রকাশের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ‘রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা, জীবন দিয়ে রক্ষা করব সার্বভৌমত্ব’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে। আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি হাজী আবুল হোসেনের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লে. কর্নেল জয়নুল আবেদীন (অব.), স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ বক্তব্য দেন। বিএনপি মহাসচিব বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর যে বিষয়গুলো ছিল ট্রাম্পকার্ড বা দরকষাকষির উপলক্ষ, সে বিষয়গুলো প্রধানমন্ত্রী অবলীলায় ভারতের হাতে তুলে দিয়েছেন।

ট্রানজিট দিয়েছেন, বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছেন, ব্যবসা-বাণিজ্যে প্রচণ্ড রকমের ঘাটতি আছে। অথচ আমরা এখনো কিছুই পাইনি। প্রধানমন্ত্রী ভারত থেকে এসে বলেছেন, পানি মাঙ্গা, ইলেকট্রিসিটি মিলা। কুছ তো মিলা। আমাদের অবস্থা এখন ‘কুছ মিলার জায়গায়’ দাঁড়িয়েছে।’ বিএনপির এই মুখপাত্র বলেন, এ সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, তারা জোর করে ক্ষমতায় আছে। তাই যারা তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করছে, তাদের কাছে জনগণের দাবি-দাওয়া পেশ করতে পারছে না, আদায়ও করতে পারছে না। মির্জা ফখরুল নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে সরকারের উদ্দেশে বলেন, ‘শুভবুদ্ধির উদয় হোক আপনাদের। আর সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে।’ এ দেশের জনগণের দাবি আদায়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সব দল, ব্যক্তি ও সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশটা আওয়ামী লীগের একার নয়, ১৬ কোটি মানুষের। এ সরকার ভোটারবিহীন সরকার, এজন্য যা খুশি তাই করছে।

সর্বশেষ খবর