শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
মানহানি মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তেজগাঁও থানা পুলিশ। গতকাল খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মশিউর রহমান এ প্রতিবেদন দাখিল করেন। আদালত ২২ মার্চ প্রতিবেদনটি আমলে নিয়ে আগামী ১১ জুন খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি গতকাল গণমাধ্যমে জানাজানি হয়।

প্রতিবেদনে থেকে জানা যায়, ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া মন্ত্রিপরিষদ গঠন করেন। ওই মন্ত্রিপরিষদে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা প্রকাশ্য এবং আত্মস্বীকৃত পাকিস্তানের দোসর হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করেছিল, সেই জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, আলবদর, আলশামস কমিটির সদস্যদের মন্ত্রী ও এমপি বানান। পরবর্তী সময়ে ওই ব্যক্তিদের মধ্যে অনেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী হিসেবে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের তার মন্ত্রিসভায় মন্ত্রিত্ব প্রদান করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকাকে ওই স্বাধীনতাবিরোধীদের গাড়িতে তুলে দিয়ে দেশপ্রেমিক জনগণের মর্যাদা ভূলুণ্ঠিত করেছেন। তাই তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগ প্রমাণিত হয়েছে। গত বছরের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

সর্বশেষ খবর