শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দুদকের সঙ্গে কাজ করবে এফবিআই

নিজস্ব প্রতিবেদক

দুদকের সঙ্গে কাজ করবে এফবিআই

জঙ্গি অর্থায়ন রোধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে কাজ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। গতকাল এফবিআইয়ের সহকারী লিগ্যাল এটাচে ডেভিড ইটেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে এক বৈঠকে এমন আগ্রহের কথা জানিয়েছেন।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে অনুষ্ঠিত এই  বৈঠকে দুদকের পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেলা সাড়ে ১১টায় ডেভিড ইটেন দুদক কার্যালয় ত্যাগ করেন। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।  বৈঠক শেষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, এফবিআই জঙ্গি অর্থায়ন রোধ ছাড়াও আন্তর্দেশীয় মানি লন্ডারিং রোধেও দুদকের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়ে এমওইউ স্বাক্ষর করতে চায়। তবে কখন হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী জুলাই মাসে বিস্তারিত আলোচনার জন্য এফবিআইয়ের আরেকটি দল আসবে। তিনি বলেন, এফবিআইয়ের সঙ্গে কাজ করতে দুদকেরও আগ্রহ আছে। এফবিআই ইতিমধ্যে ইন্দোনেশিয়ার সঙ্গে এ-সংক্রান্ত একটি এমওইউ স্বাক্ষর করেছে। দুদক সূত্র জানায়, দুর্নীতি দমনে সহায়তা চেয়ে কিছুদিন আগে দুদক এফবিআইকে একটি চিঠি পাঠায়। চিঠিতে এফবিআইয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব  দেওয়া হয়েছিল। এর প্রেক্ষিতে পাল্টা চিঠিতে এফবিআই কমিশনের সঙ্গে কাজ করতে এবং সহায়তা প্রদান করতে আগ্রহ প্রকাশ করে এবং এ নিয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। সূত্র জানায়, জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দুদক এফবিআইয়ের সঙ্গে সমঝোতা চুক্তির প্রস্তাব দেয়। ৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, সদস্য  দেশগুলো দুর্নীতি প্রতিরোধে দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় চুক্তি করতে পারে অথবা সরাসরি সহায়তার জন্য আইনশৃঙ্খলা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারে। দুদকের চিঠি পাওয়ার পর এফবিআই এ বিষয়ে ইতিবাচক মনোভাব  দেখিয়েছে। এরই ধারাবাহিকতায় এফবিআই কর্মকর্তা দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসলেন বলে সূত্র জানিয়েছে।

সর্বশেষ খবর