শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কোরীয় উপদ্বীপের দিকে মার্কিন রণতরী উত্তেজনা

প্রতিদিন ডেস্ক

গত পরশু জানানো হয়েছিল মার্কিন যুদ্ধবিমান বহনকারী রণতরী ইউএসএস কার্ল ভিনসন কোরীয় উপদ্বীপের দিকে নয় অস্ট্রেলিয়ার দিকে পিছু হটেছে। তবে গতকাল দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলায় কার্ল ভিনসনের নেতৃত্বে মার্কিন একটি রণবহর কোরীয় উপদ্বীপের উদ্দেশে আবারও রওনা দিয়েছে। বিমানবাহী রণতরী ইউএসএস যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় রণবহর কমান্ডের (প্যাসিফিক ফ্লিট কমান্ড) ওয়েবসাইটের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার ইংরেজি দৈনিক কোরীয় হেরাল্ড এ কথা জানায়। এ ছাড়া মার্কিন বিমানবাহিনী কোরীয় উপদ্বীপের পূর্বদিকে গতকাল একটি নিউক্লিয়ার স্নাইফার বিমান পাঠিয়েছে। উত্তর কোরিয়ার আসন্ন পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাব্যতার মাঝে এ ঘটনা ঘটল। একটি অজ্ঞাত সরকারি সূত্রের বরাত দিয়ে দৈনিকটি এ তথ্য জানায়। এই খবরের পর কোরীয় দ্বীপে ফের চরম উত্তেজনা শুরু হয়েছে। পিয়ংইয়ং বিশৃঙ্খলা না করার জন্য যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। কোরীয় হেরাল্ডের খবরে বলা হয়, ইউএসএস কার্ল ভিনসনের আগামী ২৫ এপ্রিল কোরীয় উপদ্বীপে পৌঁছার কথা রয়েছে। একই দিন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিষ্ঠার ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।  এদিকে ইউএসএস কার্ল ভিনসনের অবস্থানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন ইতিমধ্যে বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হওয়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সন স্পাইসের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে মার্কিনিদের বিভ্রান্ত করেননি বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি। ট্রাম্প গত ১২ এপ্রিল ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় কোরীয় উপদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে ইউএসএস কার্ল ভিনসন। এর আগের দিন সন স্পাইসেরও নিশ্চিত করে জানিয়েছিলেন, জাপান সাগরের উদ্দেশে রওনা দিয়েছে ভিনসন স্ট্রাইক ফোর্স। একই দিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এবং ১৫ এপ্রিল দেশটির নৌবাহিনীও রণবহরের ছবি দিয়ে এ খবর নিশ্চিত করেছিল।

‘বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না’— যুক্তরাষ্ট্রকে উ. কোরিয়া : ‘আগ বাড়িয়ে ব্যাপক শক্তিশালী’ হামলা চালানো হবে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার ব্যাপারে বিশৃঙ্খলা না করার পরামর্শ দিয়েছে পিয়ংইয়ং। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে উত্তর কোরিয়ায় যদি কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্রে পাল্টা ব্যাপক শক্তিশালী হামলা চালানো হবে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে চাপ সৃষ্টির পথ খোঁজা হচ্ছে— যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন যখন এমন কথা বলছেন তখন উত্তর কোরিয়া এ হুঁশিয়ারি দিল। উত্তর কোরিয়া নিয়মিতভাবে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার হুমকি দিয়ে আসছে। গত শনিবার জাতীয় দিবস ‘সূর্যের দিনে’ দেশটি রাজধানী পিয়ংইয়ংয়ের এক সামরিক প্যারেডে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যাপক প্রদর্শনী করে দেশটি। এর পরদিন রবিবার নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উেক্ষপণের চেষ্টা করে ব্যর্থ হয়। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির দাফতরিক মুখপাত্র রোদোং সিনমুন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আমাদের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত হবে না। এ ধরনের কিছু হলে আগ বাড়িয়ে ব্যাপক শক্তিশালী হামলা চালানো শুরু করা হবে, এতে তাত্ক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়া ও এর আশপাশে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী দখলদার বাহিনীকেই শুধু সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে না, যুক্তরাষ্ট্রের মূল ভূমিকেও ছাইয়ে পরিণত করা হবে।’ কোরীয় হেরাল্ড, বিবিসি।

সর্বশেষ খবর