শিরোনাম
শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিএনপি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না

------ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে যেতে চাই। কিন্তু সে পথ তৈরি করতে হবে সরকারকে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কলকাঠি নাড়বে, আর নির্বাচন করবে, তা হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না। বিএনপিকে কীভাবে নির্বাচনে আনা যায় সে চেষ্টা সরকারকেই করতে হবে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ নেতা-কর্মীদের গুম-খুনের প্রতিবাদে বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, মজিবর রহমান সরোয়ার, খায়রুল কবীর খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, ড. আসাদুজ্জামান রিপন, শামা ওবায়েদ, কামরুজ্জামান রতন, হাবিবুল ইসলাম হাবিব, এ বি এম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম খান আলীম, মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ, শফিউল বারী বাবু, মুন্সি বজলুল বাসিত আনজু, মোরতাজুল করীম বাদরু, হেলেন জেরিন খান, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, আকরামুল হাসান প্রমুখ। মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচন চাই। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কথা আমরা কখনো চিন্তা করি না। কিন্তু সেই নির্বাচনে যাওয়ার জন্য তো একটা পথ লাগবে। আপনি ক্ষমতায় বসে থাকবেন, সব কল-কব্জা নাড়বেন, ইলেকশন ম্যানিপুলেটেড করবেন, আর আমাদের বলবেন নির্বাচনে যাও, তা হবে না। আমরা স্পষ্টভাবে বলছি, নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। অন্যথায় এ দেশে কোনো নির্বাচন হবে না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, ‘দেশের মানুষকে পঙ্গু এবং রাজনীতিকে প্রতিবন্ধী করে প্রধানমন্ত্রী অটিজমবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভুটান গেছেন। ভারত সফরে গিয়ে শেখ হাসিনা কিছুই পাননি। তার ভারত সফর ব্যর্থ। এ সরকারের পেছনে জনগণ থাকলে প্রধানমন্ত্রী তিস্তা চুক্তি না হওয়া পর্যন্ত অন্য কোনো চুক্তি করতেন না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তিস্তার পানিসহ ৫৪টি অভিন্ন নদীর পানির চুক্তি হবে, তারপর অন্য চুক্তি। এ নিয়ে প্রধানমন্ত্রীর দরকষাকষি করা উচিত ছিল। কিন্তু তিনি তা করতে পারেননি, কারণ তার সেই শক্তি নেই। এ সরকার জনবিচ্ছিন্ন বলে গুম-খুন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। ইলিয়াস আলীসহ বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গুম করা হয়েছে।’

বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন হবে— স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা ২০১৪ সালেও একক নির্বাচন করেছেন যেখানে বিরোধী দল নেই। এতে আপনাদের সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে ও বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলা করতে পারছে না। তাই মিথ্যা মামলা-হামলা করে বিএনপিকে ঠেকিয়ে রাখছে।’

সর্বশেষ খবর