শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আলেমদের ঐক্য বামপন্থিদের সহ্য হচ্ছে না

ফরীদ উদ্দীন মাসঊদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, বামপন্থি মৌলবাদীরা কওমি সনদের ঘোষণার বিরোধিতা করছে। স্বাধীনতার সপক্ষের সরকারের সঙ্গে আলেমদের ঐক্য জনবিচ্ছিন্ন বামপন্থিরা সহ্য করতে পারছে না। একশ্রেণির বামপন্থি অসাম্প্রদায়িক    আলেমদের জনবিচ্ছিন্ন করে রাখতে চায়। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জমিয়তুল উলামার এক কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, হাই কোর্টের সামনে স্থাপিত গ্রিক নারীর মূর্তিটির গায়ে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। এতে শিল্পবোদ্ধাদের প্রতিবাদ করা দরকার ছিল। আজকে মোনালিসা ছবিটির কিংবা পিকাসোর আঁকা কোনো ছবির চরিত্র বদল করলে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠত। অথচ এখানে গ্রিক মূর্তির বিভ্রম সৃষ্টি করলেও কোনো সমালোচনা হয়নি। জমিয়তুল উলামা ঢাকা মহানগরের সভাপতি ও কওমি শিক্ষাসনদ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, কওমি সনদ নিয়ে ধূম্রজাল সৃষ্টি উচিত নয়। যারা করছেন তারা শুধু কওমির শত্রু নয়, দেশেরও শত্রু। সংগঠনের সহসভাপতি মুফতি আবুল কাসেমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন মাওলানা শামসুল হুদা খান, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী প্রমুখ।

সর্বশেষ খবর