শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আপাতত বেঁচে গেলেন নওয়াজ শরিফ

আপাতত বেঁচে গেলেন নওয়াজ শরিফ

পানামাগেট কেলেঙ্কারি মামলায় আপাতত রক্ষা পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ওই মামলার রায়ে বিভক্ত রায় দিয়েছেন দেশটির বিচারকরা। তারা নির্দেশ দিয়েছেন পানামাগেট কেলেঙ্কারিতে নওয়াজ শরিফ পরিবারের জড়িত থাকার তদন্তের জন্য একটি জয়েন্ট ইনভেস্টিগেশন টিম গঠনের। দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দিয়েছে। অভিযোগ ওঠে, শরিফের পরিবার বিদেশে অবৈধভাবে টাকা পাচার করেছে এবং সেই টাকা দিয়ে ব্রিটেনে স্থাবর সম্পত্তি কিনছে। পানামা পেপারস ফাঁসের পর তীব্র হৈচৈ শুরু হয় পাকিস্তানে। বিরোধী রাজনীতিক এবং সাবেক ক্রিকেটার ইমরান খান দেশজুড়ে বিক্ষোভের হুমকি দেন। যদিও প্রধানমন্ত্রী শরিফ ও তার পরিবার সব সময় টাকা পাচার বা অবৈধ লেনদেনের অভিযোগ অস্বীকার করে আসছেন। আইনি প্রতিষ্ঠান মোজাক ফনসেকার নথি পানামা পেপারসের মাধ্যমে বিশ্বের অনেক রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে চিত্রতারকা এবং তারকা খেলোয়াড়দেরও গোপন সম্পদের খবর ফাঁস হয়ে যায়। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুর্নীতির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল তা খতিয়ে দেখে আদালত। এরপর বিচারকরা বিভক্ত রায় দেন। তিনজন বিচারক আরও তদন্তের জন্য জয়েন্ট ইনভেস্টিগেশন টিম গঠনের পক্ষে রায় দেন। এর বিপক্ষে অবস্থান নেন দুজন বিচারক। সুপ্রিম কোর্টের এ রায়টি ৫৪০ পৃষ্ঠার। আদালত আরও তদন্তের নির্দেশ দেওয়ায় নওয়াজ শরিফ তথা পিএমএলএন শিবির উল্লাসে ফেটে পড়ছে। কারণ, এ মামলায় নওয়াজ শরিফ ক্ষমতাচ্যুত হতে পারতেন। তাকে দোষী সাব্যস্ত করা হলেই তেমন অবস্থা তৈরি হতো এবং বড় এক সাংবিধানিক সংকটে পড়ত দেশটি। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর