শনিবার, ২২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আওয়ামী লীগ পেছাচ্ছে আর বিএনপি ক্ষমতার দিকে পা পা করে এগিয়ে যাচ্ছে। এক  থেকে দেড় বছরের মধ্যে বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে—এটাই বাস্তবতা। কারণ বিএনপি দিন দিন এগিয়ে যাচ্ছে। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘ভারতের সঙ্গে সার্বভৌমত্ববিরোধী চুক্তির প্রতিবাদ এবং তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যার দাবি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’। সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ, গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ। বিএনপি নির্বাচনের দল উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি দেশের  প্রতিটি গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করে জয় লাভ করেছে। সর্বশেষ ২০০৮ সালের জাতীয় নির্বাচনেও বিএনপি জয় লাভ করত, যদি ১/১১ এর সরকার ক্ষমতায় না আসত।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রতিটি চুক্তি দেশের মানুষের গোলামি চুক্তি বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি কী চুক্তি করেছেন; সংসদে নতুবা জনসম্মুখে প্রকাশ করুন— তা না হলে জনগণের মনে সন্দেহ আরও  বেড়ে যাবে।’

সর্বশেষ খবর