শনিবার, ২২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মঙ্গল শোভাযাত্রা জাতিসত্তার সঙ্গে গাঁথা

নিজস্ব প্রতিবেদক

মঙ্গল শোভাযাত্রা জাতিসত্তার সঙ্গে গাঁথা

বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা জাতিসত্তার সঙ্গে একসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরিফিন সিদ্দিক। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘বাঙালি জাতিসত্তা ও বাংলা বর্ষবরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। উপাচার্য বলেন, কিছু সংকীর্ণ মৌলবাদী গোষ্ঠী এটিকে  বিচ্ছিন্ন করতে প্রয়াস চালাচ্ছে। সন্তান জন্ম গ্রহণের পর ইচ্ছা করলে ধর্ম পরিবর্তন করতে পারে। কিন্তু বাঙালি  চেতনাকে পরিবর্তন করতে পারে না। ইচ্ছা করলেই ভাষা পরিবর্তন করতে পারে না। মঙ্গল শোভাযাত্রায় দেশসহ সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করা হয়। উপাচার্য বলেন, যারা বলছেন, বাঙালির মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের সাংঘর্ষিক অবস্থান রয়েছে, তারা ধর্ম ও বাঙালি সংস্কৃতি বোঝেন না।

সর্বশেষ খবর