মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

লেভেল প্লেয়িং ফিল্ড চাই নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক

লেভেল প্লেয়িং ফিল্ড চাই নির্বাচনে

আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাব। তবে এর আগে চাই লেভেল প্লেয়িং ফিল্ড। বিএনপি জনগণের দল এবং দেশের সবচেয়ে জনপ্রিয় দল। জনগণের ওপর পূর্ণ আস্থাও আছে। সেই আস্থা নিয়েই আমরা নির্বাচনে যাব। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই।’ গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচনে না যাওয়ার তো কোনো কারণ দেখছি না। অনুকূল পরিবেশ পেলে অবশ্যই নির্বাচনে যাব। প্রতিযোগিতা ছাড়া একতরফা নির্বাচনে যাব না। নির্বাচনের নামে ক্ষমতা দখলের এখন যে প্রক্রিয়া চলছে, তাতে তো ক্ষমতায় গিয়ে কোনো লাভ নেই।’

তিনি বলেন, ‘দেশ ও জনগণকে নিয়ে ভবিষ্যতে বিএনপির ভাবনা বিষয়ে আমরা “ভিশন-২০৩০” তৈরি করছি। শিগগিরই তা জাতির সামনে তুলে ধরবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইশতেহার দেওয়া হবে নির্বাচনের ঠিক আগমুহূর্তে। এর আগে নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়েও রূপরেখা দেবেন বিএনপি চেয়ারপারসন। এগুলো নিয়েও কাজ শুরু হয়েছে। বিএনপির পরিকল্পনা জাতিকে জানানো হবে।’

অতীতের উদাহরণ টেনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি, এটা সবাই জানে। তাই স্থায়ী একটি নির্বাচন পদ্ধতি জরুরি। এ নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। সরকার বা আওয়ামী লীগ কী বলল, তা বিবেচ্য নয়। একটি দল বা গোষ্ঠীর চিন্তায় হবে না। সবার মতাততে স্থায়ী সমাধান চাই। এটা সংবিধানেও সন্নিবেশিত হতে হবে, যাতে নির্বাচন পদ্ধতি নিয়ে কারও অনাস্থা না আসে।’ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আশা করি, সরকার নির্বাচন নিয়ে একটি স্থায়ী ব্যবস্থার জন্য ঐক্যের ডাক দেবে। সেখানে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ নিয়ে নিজেদের মতামত দেবে। সবার সম্মিলিত মতামতের ভিত্তিতেই নির্বাচন পদ্ধতি নিয়ে স্থায়ী ও সাংবিধানিক ব্যবস্থা করতে হবে।’ আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। দেশে যেসব ঘটনা ঘটছে, তাতে মুক্তচিন্তা ও ভিন্নমত প্রকাশেরও সুযোগ নেই। তাই মুক্তচিন্তা ও চেতনার কথা বললেই অত্যাচার ও নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে। জনগণের ভোটাধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে রাজনৈতিক নেতাদের নতুন করে চিন্তাভাবনা করতে হবে।’

সর্বশেষ খবর