শিরোনাম
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগকে কোন্দলমুক্ত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগকে কোন্দলমুক্ত করতে হবে

গ্রুপিংমুক্ত করতে তৃণমূল নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে যশোর জেলা আওয়ামী লীগ ও দলীয় এমপিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দিয়ে বলেন, ‘সামনে নির্বাচন। দলকে কোন্দল-গ্রুপিংমুক্ত করুন।’ যশোরের নেতাদের উদ্দেশে বলেন, ‘যশোর উর্বর মাটি, গ্রুপিংমুক্ত করে যশোরের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখুন। যারাই গ্রুপিংয়ের রাজনীতি করবেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে ড. আবদুর রাজ্জাক, মাহবুব-উল আলম হানিফ, আবদুস সোবহান গোলাপ, বি এম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, আফজাল হোসেন, বিপ্লব বড়ুয়া, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারসহ জেলার দলীয় এমপিরা উপস্থিত ছিলেন। বৈঠকসূত্র জানায়, ওবায়দুল কাদের জেলা নেতাদের উদ্দেশে বলেন, ‘যশোর জেলা আওয়ামী লীগের উর্বর ভূমিগুলোর একটি। নিজেদের মধ্যে গ্রুপিং বা দলাদলির জন্য যেন সেটা নষ্ট না হয়। এখানে আওয়ামী লীগের যে ঐতিহ্য রয়েছে তা ধরে রাখতে হবে। আমরা গ্রুপিংমুক্ত আওয়ামী লীগ চাই।’ সাংগঠনিক কাজে গতি আনার পরামর্শ দিয়ে তিনি যেসব উপজেলা কমিটি বাকি আছে সেগুলো সম্পন্ন করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার পরামর্শ দেন। জানতে চাইলে বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, দলের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকলে তা সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলার নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন দলের মধ্যে কোনো ধরনের গ্রুপিং চলবে না।

সর্বশেষ খবর