রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জঙ্গি অর্থায়ন বন্ধে ত্রিমুখী উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

রুকনুজ্জামান অঞ্জন

কোনো ব্যাংক যাতে কোনোভাবে সন্ত্রাসে অর্থায়নে ব্যবহূত হতে না পারে অথবা কোনো সন্ত্রাসী ব্যাংকের মাধ্যমে যাতে লেনদেন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই নির্দেশনাসহ জঙ্গি অর্থায়ন বন্ধে ত্রিমুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সন্দেহজনক লেনদেনের তথ্যও আদান-প্রদান হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে।

সম্প্রতি এসব উদ্যোগের বিষয় অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সঞ্চালন বন্ধে সব সরকারি ও বেসরকারি ব্যাংকে মনিটরিং জোরদারে বাংলাদেশ ব্যাংককে উদ্যোগ নিতে বলেছিলেন। ওই নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি জানতে চাওয়া হয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের কাছে। জবাবে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ ১১ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। যে উদ্যোগ নিল কেন্দ্রীয় ব্যাংক : (১) প্রতিটি ব্যাংককে মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি অনুধাবন করে তার ব্যাংক গ্রাহকদের তথ্য যথাযথ প্রক্রিয়ায় সংগ্রহ ও লেনদেন পর্যবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে সন্দেহজনক লেনদেনের তথ্য সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংককেও অবহিত করতে হবে। (২) তফসিলি ব্যাংকগুলো থেকে গণমাধ্যমে প্রকাশিত সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়নে সংশ্লিষ্ট যে সব ব্যক্তির হিসাব পাওয়া গেছে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থায় তথ্য প্রেরণ করা হচ্ছে। এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগও অব্যাহত রয়েছে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তালিকায় বর্ণিত বিভিন্ন ব্যক্তির নামে পরিচালিত হিসাবের তথ্যও চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট বাহিনীর কাছে প্রেরণ করা হয়েছে। (৩) বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকি মোকাবিলায় কোনো ব্যাংক কর্তৃক গৃহীত ব্যবস্থায় যাতে ঘাটতি না থাকে তা খতিয়ে দেখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ ব্যাংকগুলোতে নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বিএফআইইউ’র উদ্যোগে গত ৩ থেকে ৫ মার্চ সব তফসিলি ব্যাংকের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধকে মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়। সম্মেলনে আলোচক হিসেবে সিআইডি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, পুলিশ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আইন-প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা শিক্ষাবিদসহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের ফলে সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি সম্পর্কে অবগত হওয়ার সুযোগ তৈরি হয়। যা এ ধরনের ঝুঁকি মোকাবিলায় জাতীয় কৌশল, নির্ধারণ ও প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ সহজতর করবে বলে প্রতীয়মান হয়।

সর্বশেষ খবর