রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
মুসলমানদের প্রতি মোদি

তিন তালাক ইস্যুতে রাজনীতি করবেন না

কলকাতা প্রতিনিধি

‘তিন তালাক’কে রাজনৈতিক ইস্যু হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে এ নিয়ে বিতর্কের মধ্যেই মুসলিমদের প্রতি এই আহ্বান জানালেন তিনি।

গতকাল দিল্লির বিজ্ঞান ভবনে কানাড়া দার্শনিক ভক্তি সন্ত বাসবেশ্বরার জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে  বক্তব্য দিতে গিয়ে প্রসঙ্গটি টেনে আনেন মোদি। তিনি বলেন, ‘আমি আশা করব মুসলিম সমাজ থেকে শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা এগিয়ে আসবেন এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মুসলিম কন্যাদের লড়াইয়ে সহায়তা করবেন।’ তিন তালাক নিয়ে ?মুসলিম সমাজকে নিশানা করে প্রধানমন্ত্রী জানান, ‘আমি মুসলিম সমাজের কাছে আবেদন করব তারা যাতে একে (তিন তালাক) রাজনৈতিক ইস্যু না করেন।’ কয়েক দিন আগেই উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরেও বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বিবাহিত মুসলিম নারীদের প্রতি কোনোরকম অবিচার হওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি। মুসলিম সম্প্রদায়ের প্রচলিত এই প্রথাটি তুলে দেওয়া হবে কিনা, তা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সম্প্রতি তিন তালাকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয় শীর্ষ আদালতে। তার শুনানি চলছে। আগামী মাসেই ‘তিন তালাক’ ও ‘বহুবিবাহ’ নিয়ে মতামত দিতে পারে শীর্ষ আদালত।

সর্বশেষ খবর