সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা
এমপি লিটন হত্যায় চার্জশিট

কাদের খানসহ অভিযুক্ত আট

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মনজুুরুল ইসলাম লিটন হত্যা মামলায় একই আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। হত্যাকাণ্ডের চার মাস পর গতকাল গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আবু হায়দার মো. আশরাফুজ্জামান।

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন—লিটন হত্যায় অংশ নেওয়া চার কিলার আবদুল হান্নান, মেহেদী হাসান, শাহীন মিয়া, আনারুল ইসলাম রানা, কাদের খানের ব্যক্তিগত সহকারী (পিএস) শামছুজ্জোহা সরকার, তথ্যদাতা সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক চন্দন কুমার সরকার এবং তার দুলাভাই সুবল চন্দ্র। এদের মধ্যে চন্দন কুমার সরকার পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অন্য আসামিরা বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।

আদালতের কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান মিজান জানান, আটজনকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটের বিষয়ে আদালতের বিচারক পরবর্তীতে শুনানি করবেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, এমপি লিটন হত্যার পর অধিকতর তদন্ত শেষে আটজনের জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া যায়। এর আগে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযুক্ত আসামিদের মধ্যে চন্দন কুমার পলাতক থাকায় ইন্টারপোলের সহায়তায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গ্রেফতার করা হবে। প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে শাহবাজ (মাস্টারপাড়া) গ্রামে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন মনজুরুল ইসলাম লিটন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরদিন লিটনের বড়বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ২১ ফেব্রুয়ারি আবদুল কাদের খানকে বগুড়া শহরের গরীব শাহ ক্লিনিকের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে থাকা অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য লিটনকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন কাদের খান।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর