বুধবার, ৩ মে, ২০১৭ ০০:০০ টা

দেশে একজনও গৃহহীন থাকবে না

নিজস্ব প্রতিবেদক

দেশে একজনও গৃহহীন থাকবে না

দেশে একজনও গৃহহীন থাকবে না এমন মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আড়াই লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করছে সরকার। গতকাল একনেক সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে এমন মন্তব্য করেন।

মুস্তফা কামাল বলেন, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য আশ্রয়ণব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব আশ্রয়হীন, ছিন্নমূল মানুষের জন্য গৃহ নির্মাণ করে দেওয়া হবে। বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে গতকাল এই প্রেস ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী। এর আগে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ভূমিহীনদের পুনর্বাসনে আশ্রয়ণ-২সহ মোট পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনামন্ত্রী জানান, ৩ হাজার ৬৭১ কোটি টাকার ব্যয় সংযুক্ত করে আশ্রয়ণ-২ প্রকল্পের (সংশোধিত) অনুমোদন দেওয়া হয়েছে। এডিপি বাস্তবায়ন ৫২ শতাংশ : জুলাই থেকে এপ্রিল পর্যন্ত গত ১০ মাসে বার্ষিক উন্নয়ন কমসূচি ৫২ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে পরিকল্পনামন্ত্রী ওই প্রেস ব্রিফিংয়ে জানান। তিনি বলেন, আলোচ্য সময়ে টাকার অঙ্কে এডিপি বাস্তবায়ন হয়েছে প্রায় ৬২ হাজার কোটি টাকার।

সর্বশেষ খবর