রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা

ফ্রান্সের নির্বাচনেও হ্যাকিং কেলেঙ্কারি

প্রতিদিন ডেস্ক

ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে শীর্ষপ্রার্থী এমানুয়েল ম্যাকরনের নির্বাচনী শিবিরে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। ম্যাকরনের দলের নির্বাচনী প্রচারসংক্রান্ত বিপুল পরিমাণ অভ্যন্তরীণ নথি অনলাইনে ফাঁস করে দিয়েছে হ্যাকাররা। আর এ ঘটনা ঘটল চূড়ান্ত ও দ্বিতীয় দফার নির্বাচনের মাত্র একদিন আগে। তরুণ ও নবাগত এই প্রার্থীর জয়ের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত ও দেশটির গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতেই এ চেষ্টা বলে দলটি এক বিবৃতিতে জানিয়েছে।  নতুন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে ফ্রান্সে আজ দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন অঁ মাখশ’ (অন দ্য মুভ) দলের নেতা মধ্যপন্থি ম্যাকরন (৩৯) এবং ডানপন্থি ফ্রন্ট ন্যাশনালিস্ট (এফএন)’র মেরিন ল্য পাঁ। নির্বাচন সামনে রেখে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, ম্যাকরন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ক্ষেত্রে ২০ শতাংশের বেশি ভোটে এগিয়ে আছেন। সে হিসাবে তরুণ প্রার্থী ম্যাকরনেরই জয়ের সম্ভাবনা বেশি। তাই তার জয়ের সম্ভাবনাকে নস্যাৎ ও দুর্বল করতেই এ হ্যাকিং ঘটানো হয়েছে বলে দলটির দাবি। শুক্রবার মধ্যরাতের দিকে ম্যাকরনের নির্বাচনী প্রচারসংক্রান্ত কাগজপত্র একটি নথি শেয়ারিং ওয়েবসাইটে ফাঁস করে দেওয়া হয়। দ্বিতীয় দফার প্রচারাভিযান শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। ফাঁস হওয়া নথির পরিমাণ প্রায় ৯ গিগাবাইট। এসব নথির মধ্যে ইমেইল ও আর্থিক কাগজপত্র রয়েছে বলে দলটি এক বিবৃতিতে জানিয়েছে। হ্যাকিংয়ের নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ভোটের আগে ফরাসিদের বিভ্রান্ত করতে প্রকৃত কাগজপত্রের সঙ্গে নকল নথিও মেশানো হয়েছে। হ্যাকাররা কয়েক সপ্তাহ আগে এসব কাগজপত্র হ্যাক করে নিয়ে গেছে। দলটির কয়েকজন কর্মকর্তার অফিসিয়াল অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে এসব নথি নিয়ে যাওয়া হয়েছে।

কারা এই সাইবার হামলা চালিয়েছে তা অস্পষ্ট। কেউ এর দায় স্বীকারও করেনি। ম্যাকরন শিবিরও এজন্য কোনো দলকে দায়ী করেনি। তবে সাইবার হামলার এ ঘটনাকে গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় ডেমোক্রেটিক দলের ইমেইল ফাঁসের সঙ্গে তুলনা করেছে দলটি।  বিবিসি, সিএনএন

সর্বশেষ খবর