রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা

পাঁচ বছরের মধ্যে বিদেশি শ্রমিকরা আসবে

ঝালকাঠি প্রতিনিধি

পাঁচ বছরের মধ্যে বিদেশি শ্রমিকরা আসবে

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশ এখন আমাদের অনুসরণ করছে। বাংলাদেশের উন্নয়ন দেখে তারা বিস্ময় প্রকাশ করছে। আমাদের দেশের কর্মসংস্থানমন্ত্রী যখন বিশ্বের বিভিন্ন দেশে যান তখন সেসব দেশের প্রতিনিধিরা বলেন, আপনারা এখন আমাদের দেশে জনশক্তি রপ্তানি করছেন কিন্তু পাঁচ বছর পর আমাদের দেশের  জনশক্তি কর্মসংস্থানের জন্য বাংলাদেশে যাবে। গতকাল ঝালকাঠিতে দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল স্থানীয় শিশুপার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মেলার স্লোগান হচ্ছে—‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা হব জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’। জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এলইডিপি প্রকল্প পরিচালক মির্জা আলী আশরাফ, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান প্রমুখ। মন্ত্রী বলেন, ফ্রিল্যান্সিংয়ের সুবিধা ও সুযোগের কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের সরকার ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। গ্রাম পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এ প্রকল্পের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে দেশব্যাপী প্রায় ৪০ হাজার আইসিটি ফ্রিল্যান্সার তৈরির টার্গেট রয়েছে।  দিনব্যাপী এ মেলায় ৪০টি স্টল বসেছে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রে ২০ জন মেয়ে শিক্ষার্থীকে লার্নিং অ্যান্ড আর্নিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়াও লার্নিং অ্যান্ড আর্নিং ব্যবস্থায় সর্বোচ্চ আয় করায় তিনজনকে একটি করে ল্যাপটপ দেওয়া হয়।

সর্বশেষ খবর