রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা

লেখাপড়া যাচ্ছে কোন দিকে

নিজস্ব প্রতিবেদক

লেখাপড়া যাচ্ছে কোন দিকে

দেশের শিক্ষাব্যবস্থার ওপর প্রশ্ন তুলে বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘জিপিএ-৫ বেড়েছে। ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে আসছে। আমি ক্লাসে গিয়ে তাদের জিজ্ঞাসা করলাম, তোমরা কতজন জিপিএ-৫ পেয়েছ? ৮০ ভাগ শিক্ষার্থী দাঁড়িয়ে গেল। তো একজনকে বললাম, আমি ৮০ ভাগ নম্বর পেয়ে জিপিএ-৫ পেয়েছি এটা ইংরেজিতে বল। পায়ের তলার ধুলো কাদা হয়ে গেল ঘামে। বলতে আর পারল না।’ কথা শেষে তিনি মন্তব্য করেন, ‘তাহলে লেখাপড়া কোন দিকে যাচ্ছে? এসব ব্যাপারে কথা বলার এখন কি আর তেমন কিছু আছে?’

গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বাংলার দর্শনের স্বরূপ ও শেকড়ের খোঁজে’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী দিনে প্রবন্ধ উপস্থাপন করেন হাসান আজিজুল হক। দেশের শিক্ষার মান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে বাঙালির প্রকৃত অবস্থা কী? অনেক বড় বড় কথা শুনতে পাই। জিপিএ-৫ বেড়েছে। কিন্তু জিপিএ-৫ কীভাবে বেড়েছে, কেন বাড়ল হঠাৎ করে? কেউ জানে না। এখন আবার শুনছি কমেছে। হঠাৎ করে আবার কেন কমল? তাও কেউ জানে না।’ দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ তারেক চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর