সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

এরশাদের জোট নতুন ড্রামা

নিজস্ব প্রতিবেদক

এরশাদের জোট নতুন ড্রামা

জাতীয় পার্টি নেতৃত্বাধীন ৫৮ দলের নতুন জোটের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ জোট হাসি-তামাশা ছাড়া কিছুই নয়। দু-একটি দল ছাড়া কোনোটিরই অস্তিত্ব নেই। সরকারের লুটপাটের জবাব চাওয়ার মতো কোনো বিরোধী দল নেই। গৃহপালিত বিরোধী দল আবার নতুন জোট গঠন করেছে। এটি আরও একটি ড্রামা। গতকাল রাজধানীর মহানগর নাট্যমঞ্চের ‘বশির মিলনায়তনে’ বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এক কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর বিএনপি সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, শিরিন সুলতানা, কাজী আবুল বাশার, সাইফুল ইসলাম পটু প্রমুখ। এরশাদকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনজন নেতাকে পাঠিয়েছেন সরকারের মন্ত্রিত্ব করার জন্য। তিনি নিজে (হুসেইন মুহাম্মদ এরশাদ) সরকারের বিশেষ দূত হয়েছেন। তারা আবার সরকারের বিরোধিতা করার জন্য জোট তৈরি করেছেন! কিন্তু তারা এখনো মহাজোট থেকে বেরিয়ে আসবেন কী না সে সিদ্ধান্ত নিতে পারেননি। কারণ তারা জানেন, জোট থেকে বেরিয়ে এলে তাদের অস্তিত্ব থাকবে না।’ দেশের অর্থনীতিকে উচ্চ মধ্যআয়ের কাতারে তুলতে বিএনপির ভিশন-২০৩০ নিয়ে ক্ষমতাসীনদের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই রূপকল্প নতুন স্বপ্ন দেখাবে। ইতিবাচক রাজনীতিকে আওয়ামী লীগ ধাপ্পাবাজি মনে করে। বিএনপি যখন নির্বাচন কমিশন গঠন নিয়ে ১৩ দফা প্রস্তাব দিয়েছিল, তখনো এমন কথাই বলা হয়েছিল। প্রমাণ হয়েছে, ওই সময়ে দেওয়া প্রস্তাবগুলো মানুষ গ্রহণ করেছে। কিন্তু আওয়ামী লীগ তা পারেনি। মির্জা ফখরুল বলেন, ধাপ্পাবাজির রাজনীতি করে মানুষকে প্রতারণা করেই বারবার তারা ক্ষমতায় এসেছে। বিএনপি প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, ‘আমরা সেই নির্বাচনে যাব। যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। নির্বাচনে সবার সমান সুযোগ-সুবিধা থাকতে হবে।’ কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উদ্বোধন হওয়া মেরিন ড্রাইভ সড়ক বিএনপি সরকারের আমলে শুরু হয়েছিল বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, কক্সবাজারে যে আন্তর্জাতিক এয়ারপোর্টের কথা বলা হচ্ছে, সেটিও বিএনপি সরকারের শাসনামলে শুরু হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর