মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা
খালেদার ভিশন-২০৩০ কাল

বিএনপির আমন্ত্রণপত্র নেয়নি আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ উপস্থাপনা অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণপত্র নেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামীকাল বিকাল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ভিশন-২০৩০ উপস্থাপন করবেন বিএনপি প্রধান। অনুষ্ঠানে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় বিএনপি।

এ উপলক্ষে গতকাল বিকাল সোয়া ৫টার দিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে যান দলের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় কোনো নেতা কার্যালয়ে ছিলেন না। কার্যালয়ের এক নিরাপত্তা কর্মীর কাছে আমন্ত্রণপত্র দিতে চাইলেও দলের সিদ্ধান্ত ছাড়া তিনি তা নিতে অপারগতা প্রকাশ করেন। পরে আমন্ত্রণপত্র না দিয়েই ফিরে আসে বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক ছাত্রদল নেতা কামাল আনোয়ার আহম্মেদ প্রমুখ। এ প্রসঙ্গে গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। তারা কখন আসবে তাও জানতাম না। আমি এখন ধানমন্ডি কার্যালয়ে আছি। কেউ আমাকে এ নিয়ে কিছু বলেনি।’ এ প্রসঙ্গে শহীদুল ইসলাম বাবুল বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘আমরা গত দুদিন ধরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আওয়ামী লীগ দফতর সম্পাদককে ফোনে পাইনি। দুদিন আগে উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ফোন ধরে জানান, পরে জানাব। কিন্তু এরপর তিনি আর কিছুই জানাননি। আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীকে ফোন করলে তিনি জানান, ৫টার দিকে কার্যালয়ে আসেন। যথা সময়ে গেলাম, কিন্তু কাউকে পাইনি। কার্যালয়ের নিরাপত্তারক্ষী শাহ তৈমুর আহমেদ জানান, অফিসে কেউ নেই। তাকে রাখার অনুরোধ জানালে তিনি জানান, আমি রাখতে পারব না। আমরা সেখানে ১০ মিনিট অপেক্ষা করে নানাভাবে যোগাযোগের চেষ্টা করি। কোনো সাড়া না পেয়ে চলে আসি।’

সর্বশেষ খবর